আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন দুইটি হলঃ
১.মোযি নির্গত হয়ে তা উরুতে লাগার পর(কোথায় লেগেছে নির্দিষ্টভাবে জানা নেই)সেখানে সামান্য পরিমাণ ভেজা ট্রাউজার এর কিছু অংশ লেগে তা কী নাপাক হবে?অতঃপর সেই পরিমাণ ভেজা ট্রাউজারে ভেজা হাত লেগে কী হাত নাপাক হবে?
২.সাহাল বিন হুনাইফ (রা.) ঘনঘন মযি বের হওয়া নিয়ে দুর্দশাগ্রস্ত ছিলেন। তখন রাসূল (সা.) কে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন-এক্ষেত্রে তোমার জন্য ওযুই যথেষ্ট। অতঃপর কাপড়ে লাগার ব্যাপারে জিজ্ঞেস করলে রাসূল (সা.) বলেন পানি ছিঁটা দিতে। এই হাদীস থেকে কী বলা যায় মোযি লাগার দ্বারা শরীরের ওই অংশ ধৌত করার প্রয়োজন হয় না? আমি শুনেছি হাম্বলী মাযহাব এই হাদীসের উপর আমল করে। আপনি অনুগ্রহপূর্বক জানাবেন বিষয়টি।