আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4163

নফল সালাত

প্রকাশকাল: 23 জুন 2017

প্রশ্ন

ফজরের নামাজ পড়ার আগে সুন্নত নামাজ ছাড়া আর কোন নফল সলাত না পড়ার হাদীস আছে? থাকলে রেফারেন্স টা দিবেন

উত্তর

হ্যাঁ, হাদীসে সুবহে সাদিক উদিত হওয়ার পর ফজরের দুই রাকআত সুন্নাত বাদে অন্য নফল বা সুন্নাত সালাত নেই বলে বলা হয়েছে। হাদীসটির আরবী পাঠ নিম্নরুপ। عن ابن عمر : أن رسول الله صلى الله عليه و سلم قال لا صلاة بعد الفجر إلا سجدتين সুনানু তিরমিযী, হাদীস নং ৪১৯। হাদীসটি সহীহ। ফকীহগণ এই সময় অন্য নফল সালাত আদায় করাকে মাকরুহ মনে করেন বলে ইমাম তিরমিযি উল্লেখ করেছেন।