আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4162

যাকাত

প্রকাশকাল: 22 জুন 2017

প্রশ্ন

ধানের উশর সম্পর্কে জানতে চাই। আমরা ধান চাষ করেছি যেখানে আনুমানিক ৩৫ মণ ধান হতে পারে যার বর্তমাণ বাজার মূল্য আনুমানিক ৩০০০০ টাকা। এছাড়া ৪০০০ টাকার বিছালি ( ধানের গাছ) হতে পারে।চাষের পেছনে খরচ আনুমানিক ২৮০০০/২৯০০০ টাকা। আমরা খাবার বাবদ ১৬/১৭ মণ সিদ্ধ করবো। এমতবস্থায় কতটুকু উশর দিব?

উত্তর

হাদীসে (সহীহ বুখারী, হাদীস নং ১৩৯০) ৫ ওসাক পরিমাণ ফসল হলে উশর দেয়ার কথা বলা হয়েছে। ৫ ওসাকরে আধুনিক পরিমাপ নয়ে কিছুটা মতভেদ আছে। তবে সাধারণভাবে ২০ মনের মত। সুতরাং ২০ মন বা তার চেয়ে বেশী ফসল হলে মোট ফসলের ২০ ভাগের একভাগ দিতে হবে। আর যদি বৃষ্টির পানি দ্বারা উৎপাদিত হয় তাহলে ১০ ভাগের একভাগ উশর দিতে হয়। বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত বইটি।