আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4157

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 জুন 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমার প্রশ্নটা হয়ত একটু জটিল হবে। দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমি একটা মেয়ের সাথে প্রায় দেড় বছর থেকে রিলেশনে আছি। আমি ছোট থেকেই একটু আট্টু ইসলামিক ধরনের ছিলাম। নামাজ পড়তাম, ছোট খাট ইবাদত গুলো করতাম। অনেক কয়েকদিন থেকে আমি ইসলামিক কিছু কিছু জিনিসের আলোচনা (স্যার জাহাঙ্গীর (রাহিঃ),শায়খ আহমাদুল্লাহ আরো কয়েকজনের) শুন্তেছি। এখন জানতে পারলাম যে প্রেম একটা অনেক বড় হারাম জিনিস। আমি এই হারাম থেকে বের হতে চাচ্ছি। তাই যার সাথে আমার সম্পর্ক তাকে বিষয়টা বুঝিয়ে ব্রেকাপ করেছি। কিন্তু প্রথম দিনেই তার প্রেশার লো হয়ে যায় ব্রেকাপের চিন্তায়! আমাক হয়তো অনেক ভালবাসে! আজ ৭/৮ দিন হলো এভাবে আছি। কিন্তু কিছুতেই ও আমাক ছাড়তে চাচ্ছে না! কিছুতেই না!অনেক বুঝাইছি, কান্না কাটি করে একাকার অবস্থা! ওর অবস্থা টা আপনাকে বলে বুঝানোর বাইরে। (অনেক বেশি খারাপ)
আর আমাদের মাঝে এত জলদি বিয়েও সম্ভব না। বয়স ২০ দুইজনেরই! বিয়ে সম্ভব না হওয়ার পিছনে কারণ হচ্ছে, ওর পরিবারের ব্যাকগ্রাউন্ড একটু ভাল। আর সম্ভ্রান্ত পরিবারেই মেয়ের বিয়ে দিতে চায়। আমি যেটা বুঝেছি। (এই দেড় বছরের রিলেশনে বেশ কয়েকটা প্রস্তাব এসেছিলো এমন)
আবার আমি এস্ট্যাব্লিশড ও না! এমতাবস্থায় সিচুয়েশন টা আপনি একটু চিন্তা করলেই বুঝবেন! আমি এখন কি করতে পারি? দয়া করে জানাবেন! মেয়ের অবস্থা অনেকটাই খারাপ। এর পিছনের দোষীও আমি। নিজেকে অপরাধী মনে হচ্ছে! আমি কি করতে পারি এখন? কিভাবে এই অবস্থা থেকে বের হতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কি মনে হয় ছেলে মেয়ে উভয়ের বয়স যদি একই হয় তাহলে সেই বিয়ে কি টেকসই হয়? কতদিন টিকবে সেই বিয়ে? মেয়ের বা কোন পক্ষেরে পবরবার যদি অসন্তুষ্ট থাকে তাহলে সেই বিয়ে কি সুখের হয়? মেয়ের পরিবার যদি রাজি না থাকে তাহলে বিয়েই শুদ্ধ হবে না, যদি ভবিষ্যতে আপনি (আপনার ভাষায়) বিয়ের উপযুক্ত হন, তখন যে ঐ পরিবারের লোকেরা আপনার সাথে বিয়ে দিবে এর কোন গ্যারান্টি আছে? যদি তারা রাজি না থাকে তাহলে তো সেটা ইসলামের দৃষ্টিতে বিয়ে হিসেবে স্বীকৃতি পাবে না। শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. বলতেন, প্রেম ভেঙ্গে গেলে ১ বছরের কান্না আর যদি বিয়ে হয় তাহলে সারা জীবনের কান্না। আসলে শয়তান নেক সুরতে আপনাকে ধোকা দেয়াার চেষ্টা করছে। আপনি শয়তানের ধোকায় পড়বেন না। কিছু দিন পর এই সব সমস্যা ঠিক হয়ে যাবে, আপনিও পবিত্র জীবন-জাপন করতে পারবেন। আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে ইসলামের পথে অটুট রাখেন।