আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4156

ঈমান

প্রকাশকাল: 16 জুন 2017

প্রশ্ন

নবী (সাঃ) এর পিতা মাতা কি জান্নাতিনাকি জাহান্নামী। বাংলাদেশে একদল পীরেরা বলছে তারা জান্নাতি আর আহলে হাদিসেরা বলছে তারা জাহান্নমি। আর তারা যদি জাহান্নামি হয় তাহলে এটা আপনারা প্রচার করছেন না কেন!কারন এটি প্রচার করলে মানুষ শীরক করা থেকে দুরে থাকবে। দয়া করে এই প্রশ্নটার উত্তর দিলে সংশয় থেকে নিজেকে কাটিয়ে নিতাম। আরেকটি প্রশ্ন,বিভিন্ন পীরের তরিকার ভিতর তাসাউফ নামের একটা শব্দ দেখলাম। তাসাউফ সম্পর্কে বিস্তারিত বললে খুব বেশি খুশি হতাম। তাসাউফে বিশ্বাস করলে কি ইমান নস্ট হয়ে যাবে?

উত্তর

নবী সা. এর পিতা-মাতা জান্নাতী না অন্য কিছু এটা ঈমান-আকাইদ বা আমলের বিষয় নয়, এই বিষয়ে চর্চা করা মানে অযথা বিষয়ে চর্চা করা। যে বিষয়ের সাথে ঈমান-আমলে কোন সম্পর্ক নেই সেই বিষয়ে আলোচনার নিস্পপ্রয়োজন, চুপ থাকা আবশ্যক। তাসাউফ সম্পর্কে জানার কোন প্রয়োজন নেই, এটাও একটি অপ্রয়োজনীয় বিষয়, বরং মানুষেকেে ইসলামরে পথ থেকে সরানোর জন্য এটা ব্যবহৃত হচ্ছে। স্বাভাবিক ভাবে কুরআন-সুন্নাহ মেনে চলুন, অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই।