আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4155

হালাল হারাম

প্রকাশকাল: 15 জুন 2017

প্রশ্ন

আমার বাবা ব্যাংক এ চাকরি করে! এক্ষেত্রে আমাদের জন্য কি অই টাকায় খাওয়া হালাল হবে কি? আর আমাদের ইবাদাত কবুল হবে কি? আর আব্বুর টাকা দিয়ে আমরা পড়ালেখা করতে পারব কি? যাকাকাল্লাহু খাইয়ান!

উত্তর

সুদ ভিত্তিক ব্যাংকে চাকুরী করা জায়েজ নেই।একান্ত বাধ্য হওয়া ছাড়া হারাম সম্পদ ভোগ করা কারো জন্য জায়েজ নেই। হারাম খেয়ে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহনযোগ্য নয়।