আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 415

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 20 মার্চ 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম। অনেক বিজ্ঞ আলেম গন বলেন যে টিসু পেপার ব্যব হার করা বিদাত বা নাজায়েজ। কিন্তু আমার প্রস্রাব করার পরেও একটু একটু প্রস্রাব বের হয়। টিসু পেপার নিয়ে কিছুক্ষন অপেক্ষা করলে প্রস্রাব বের হওয়া বন্ধ হয়। এই অবস্থায় আমি যদি টিসু পেপার ব্যবহার না করে সরাসরি পানি দিয়ে ধুয়ে নিই তাহলে কি কাপড় পাক থাকবে? আমি যতদুর জানি, প্রস্রাব কাপড়ে লাগলে পবিত্রতা থাকে না। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পানি কিংবা টিস্যু পেপার যে কোন একটি দ্বারাই পবিত্রতা অর্জিত হয়। তবে উভয়টি একসাথে ব্যবহার করাকে ফকিহগণ উত্তম বলেছেন। আপনার যদি এমন মনে হয় শুধু পানি ব্যবহার করলে পরে প্রসাব বের হবে তাহলে টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করবেন।টিস্যু ব্যবহার না জায়েজ নয়। রাসূলুল্লাহ সা. এবং পরবর্তীরা ঢিলা ব্যবহার করতেন। বর্তমানে ঢিলার স্থানে টিস্যু ব্যবহার করা হয়। তবে টিস্যু নিয়ে হাটাহাটি করবেন না। যতটা সম্ভব বসেই টিস্যু ব্যবহার করবেন। একান্ত প্রয়োজন হলে দাঁড়াতে পারেন তবে হাটাহাটি করবেন না। রাসূলুল্লাহ সা. কিংবা সাহাবীদের থেকে হাটাহাটির বিষয়টি পাওয়া যায় না। অনেকেই এই হাটাহাটিকে বিদআত বলেছেন।