আসসালামু আলাইকুম। অনেক বিজ্ঞ আলেম গন বলেন যে টিসু পেপার ব্যব হার করা বিদাত বা নাজায়েজ। কিন্তু আমার প্রস্রাব করার পরেও একটু একটু প্রস্রাব বের হয়। টিসু পেপার নিয়ে কিছুক্ষন অপেক্ষা করলে প্রস্রাব বের হওয়া বন্ধ হয়। এই অবস্থায় আমি যদি টিসু পেপার ব্যবহার না করে সরাসরি পানি দিয়ে ধুয়ে নিই তাহলে কি কাপড় পাক থাকবে? আমি যতদুর জানি, প্রস্রাব কাপড়ে লাগলে পবিত্রতা থাকে না। ধন্যবাদ।