Assalamualaikum
১। ফসলের জাকাতের বিধান কি?
২। আধি জমির ফসলের জাকাত কিভাবে দিব?
৩। ফসলের জাকাত ফসল না দিয়ে টাকা দিলে হবে?
আমাদের কিছু জমি আছে আধি দেয়া। ফসল হলে ordhek মালিক পায় ordhek আধিয়ার পায়। এখন পুরো ফসলের জাকাত আমি দিব? না আমি জতটুক পাব অইটুকুর?ফসল না দিয়ে টাকা দিতে পারব?জানাইলে উপকার হবে অনেক।