আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4149

যাকাত

প্রকাশকাল: 9 জুন 2017

প্রশ্ন

Assalamualaikum
১। ফসলের জাকাতের বিধান কি?
২। আধি জমির ফসলের জাকাত কিভাবে দিব?
৩। ফসলের জাকাত ফসল না দিয়ে টাকা দিলে হবে?
আমাদের কিছু জমি আছে আধি দেয়া। ফসল হলে ordhek মালিক পায় ordhek আধিয়ার পায়। এখন পুরো ফসলের জাকাত আমি দিব? না আমি জতটুক পাব অইটুকুর?ফসল না দিয়ে টাকা দিতে পারব?জানাইলে উপকার হবে অনেক।

উত্তর

ওয়া আলােইকুমুস সালাম। ফসলের যাকাত দেয়া ফরজ। টাকা পয়সা দিয়ে ফসল উৎপাদন করলে ২০ মনের মত ফসল হলে ১মন ফসল যাকাত দিতে হবে। ২। আপনি যদি ২০ মন পান তাহলে যাকাত দিবেন, পুরো ফসলের যাকাত আপনাকে দিতে হবে না। ৩। ফসল পরিমান টাকা দিলেও সমস্যা নেই।