আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4147

বিবিধ

প্রকাশকাল: 7 জুন 2017

প্রশ্ন

আমার পরিবারে আয় করার মতো কেউ নেই। আমি পড়াশুনা করি। আমার মা অনেকদিন আগে এক জোড়া সেন্ডেল পায় যার মূল্য ৯০-১০০ টাকা হবে। কিন্তু মালিককে খুজে পাওয়া যায়নি। কিছুদিন আগে আমার সেন্ডেল জোড়া ছিড়ে যাওয়ায় মা আমাকে ওই জোড়া পরতে বলে আমি অনিচ্ছা সত্বেও ব্যবহার করলে ৩ দিনের মধ্যেই ছিড়ে যায়। এখন আমার কি করা উচিত? এর বিধান কি?

উত্তর

রাস্তায় কিছু পড়ে থাকে যদি যথাযথ মালিকে সন্ধান পাওয়ার সম্ভাবনা না থাক তাহলে না তোলা উচিৎ।যদি মালিকের সন্ধান করার পরও না পাওয়া যায় তাহলে আপনার পরা অন্যায় হবে না আশা করি।