আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4143

ঈমান

প্রকাশকাল: 3 জুন 2017

প্রশ্ন

আমি জন্মগত ভাবে হানাফি মাজাবের অনুসারী ছিলাম, কিন্তু ড. জাকির নায়েকের লেকচার শোনার পর হাদিসের প্রতি আমল করা শুরু করি এতে সমাজের মানুষ আমাকে অন্য চোখে দেখে। ২বছর পর ড. আব্দুল্লা জাহাঙ্গীর এর লেকচার সোনার পর বুঝলাম আমার কিছু ভুল আছে এখন আমি যখন জামাতে সালাত আদায় করি তখন নামাযে বার বার হাত উঠাই না কিন্তু যখন বাড়িতে সালাত আদায় কারি তখন রফলইয়াদাইনি করি। আমি কি ঠিক করছি না ভুল করছি?

উত্তর

হাত উঠানো না উঠানো গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়। হাদীসে যেখানে দুই ধরণের আমলে সুযোগ রেখেছে সেখানে উভয় আমলই সুন্নাহসম্মত। মূল বিষয়ে হলো হালাল-হারাম মেনে চলা, সকলা ফরজ ও ওয়াজিব কাজগুলো যথাযথ আদায় করা। হানাফী মাজহারসহ সকল মাজহাবই হাদীসের উপর প্রতিষ্ঠিত। সুতরাং মাজহাব ছেড়ে হাদীসে এসেছেন, এমন ধারণা অমূলক।