স্যার, আমি কলেজে পড়ার সময় নামাজ পড়তাম। পরবর্তীতে নামাজ ছেড়ে দেই এই ভেবে যে, আল্লাহ ক্ষমা করে দেবেন । এ অবস্থায় আমি বিয়ে করি । আমি জানতে পারলাম, ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে কাফের। আমার বিয়ে কি বৈধ হবে? আমি তওবা করেছি এবং এখন নিয়মিত নামাজ পড়ি। দয়াকরে পরামর্শ দেন।