আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াতি বই থেকে নেওয়া (পৃষ্ঠা নং-110) আজ যিনি মনে করেন যে, কুরআন পড়ে তিনি সততা শিখেছেন, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ) -এর কাছে কুরাআন পড়ে, জীবন্ত কুরআনের সাহচর্যে থেকেও আবু হুরাইরা সততা শিখতে পারেন নি, তিনি মূলত মুহাম্মাদ (সঃ) – এর নবুওয়তকেই অস্বীকার করেন । মানবীয় দুর্বলতা, ক্রোধ, দলাদলি ইত্যাদি এক বিষয় আর প্রবঞ্চনা বা জালিয়াতি অন্য বিষয় । ধর্মের নামে জালিয়াতি আরাে অনেক কঠিন বিষয় । প্রশ্ন হলো, এখানে কোন আবু হুরাইরা সাহাবীর কথা বলা হয়েছে? কারণ অনেক সহীহ হাদিস উনার নামে বর্ণনা করতে দেখেছি?