আচ্ছালামু আলাইকু। আমি এই সাইটে প্রথম প্রশ্ন করছি। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে জানাবেন। আমার প্রশ্ন হলো: মাগরিবের নামাজের জামাতের আগে দুই রাকাত নামাজের গুরুত্বের কথা হাদিসে বলা আছে। আমার মা জানতে চেয়েছেন মহিলারা ঘরে বসে নামাজ পড়লে মাগরিবের ফরজ নামাজের আগে ওই দুই রাকাত নামাজ পরতে পারবে কি না? এবং যদি পড়তে পারে তাহলে প্রত্যেকবার ওজু করার পরে যে দুই রাকাত নামাজের কথা হাদিসে আছে (তাহিয়াতুল অজু) সেই দুই রাকাত নামাজ এবং মাগরিবের ফরজের আগের দুই রাকাত নামাজ মিলিয়ে মোট চার রাকাত পড়তে হবে, নাকি শুধু দুই রাকাত নামাজ পরলেই অজুর নামাজ এবং মাগরিবের আগের দুই রাকাত নামাজের ফজিলত একসাথে পাওয়া যাবে। ধন্যবাদ।