আস-সুন্নাহ ট্রাস্ট
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 4124
ত্বহারাত পবিত্রতা
প্রকাশকাল: 15 মে 2017
আমার ওজু আছে। এমতবস্থায় যদি কাপড়ে বা হাতে নাপাকি লাগে যেমন বাচ্চার পেশাব, তাহলে কি আমার ওজু নষ্ট হয়ে যাবে? নাকি নাপাকি টুকু ধুয়ে নিলে ওজু টিকে থাকবে?