নামাজের মধ্যে যদিও সন্দেহ হয়েছিল যে মনি বের হয়েছে কিন্তু সেটাকে ভ্রুক্ষেপ না করে নামাজ চালিয়ে গেলে আর পরবর্তীতে নামাজ শেষে দেখা গেলো কাপড়ে নাপাকির চিহ্ন সেক্ষেত্রে কি নামাজ আবার পড়তে হবে?
উত্তর
চিহ্ন দেখা গেলে ওজু করে কাপড় পরিবর্তন করে আবার নামায পড়তে হবে।