আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4115

সালাত

প্রকাশকাল: 6 মে 2017

প্রশ্ন

আমি রাত ৩ টা পর্যন্ত ডিউটি করছি, ফজরের নামাযের আযান দেয় ৫ঃ১৭ জামআত ৬ঃ০৫, অনেক সময়ই এমন হয়, এমতবস্হায় আমার কি করা উচিৎ? আমি রাতে কাযা নামাযের নিয়ত করে ঘুমাবো নাকি কি করব? আমি যদি এর্লাম দিয়ে রাখি উঠতে খুব কষ্ট হয়, কিংবা এর্লাম না দিয়েও অনেক সময় আপনা আপনি ফজরের আযানের সময় বুঝি এখন আযান দিচ্ছে তখন অনেক পেরেশানি লাগে আমার,অনেক কষ্ট লাগপ, অনেক রাগ হয়, যে আমি ২ বা ৩ টার দিকে ঘুমালে কি ভাবে ফজরের নামাযে কিভাবে উঠবো?আমার কি করা উচিৎ উত্তর টা দিবেন প্লিজ।

উত্তর

কষ্ট হলেও ১০ মিনিটের জন্য উঠে আপনাকে ফজরের নামায পড়তে হবে। বিকল্প কোন পথ নেই। প্রথম দিকে কষ্ট হলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ।