১। আমার এক আত্মীয় আছেন যার কাছে আমি প্রায় ১০/১২ লাখ টাকা পাব। টাকা চাইলে বলে এই দিচ্ছি/দিব ইত্যাদি। আদো দিবেন কিনা জানি না। আমার কি উক্ত টাকার উপর যাকাত দিতে হবে? ২। আমার উক্ত আত্মীয় ব্যাংক লোন করে ফ্ল্যাট কিনেছেন। এই মুহুর্তে উনার আর্থিক অবস্থা ভাল না। মাসিক ইনকামও কম। ফ্ল্যাট ছাড়া তার অন্য কোন সম্পদ নাই। এছাড়াও উনার অনেক লোন আছে। এ অবস্থায় কি উনি যাকাত পাওয়ার যোগ্য?