আসসালামু আলাইকুম, যারা সুদ,ঘুষ,চাদাবাজি ইত্যাদি বিভিন্ন হারাম উপায়ে অর্থ উপার্জন করছে তাদের ইবাদত কি আল্লাহ কবুল করবেন? যদি কবুল না করেন তাহলে তাদের এইসব ইবাদত করে আদৌ কোন লাভ আছে কি? তাদের ইবাদত করা আর না করা কি তাহলে সমান?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। হারাম অর্থ দিয়ে গড়া শরীর দ্বারা ইবাদত কবুল হয় না। তাদের ইবাদত করা না করা অনেকটা একই। তবে যদি নিয়মিত ইবাদত করে তাহলে হয়তো কোন দিন হারাম উপার্জন বাদ দিতেও পারে।