আমার এক বন্ধু শাহওয়াতের বশে রমাদান মাসের সিয়াম পালন অবস্থায় তথা সাহরির পরে স্ত্রী সহবাসে লিপ্ত হয়। এক্ষেত্রে স্ত্রীও তাকে বাধা দেয় নাই তথা উভয়ের শাহওয়াতের বশে হয়েছে। এখন সে কি একাই সিয়ামের কাযা ও কাফফারা করবে নাকি উভয়ই কাযা ও কাফফারা করবে?
কাফফারা সিয়ামের পরিবর্তে খাদ্যপ্রদান কতটুকু শরীয়ত সম্মত এবং তার পরিমাণ কতটুকু হবে?