আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4091

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 এপ্রিল 2017

প্রশ্ন

জনাব, আসসালামু আলাইকুম। আমি স্টুডেন্ট বিসায় বিদেশ যেতে চাচ্ছি,এক্ষেত্রে আমাকে তিন মাসের ব্যাংক স্ট্যাটমেন্ট প্রায় ২০ লক্ষ টাকার মত দেখাতে হয়। এখন আমার ব্যাক্তিগত সামর্থ্য না থাকায়,টাকাটা যদি আমি ব্যাংককে ইন্টারেস্ট দিয়ে ব্যাংক থেকে দেখাই,তাতে গোণাহ হবে কিনা?
এছাড়া বিসা নিশ্চিত করার জন্য যদি অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করতে হয় এক্ষেত্রে
আমার বিদেশ যাওয়ার পরে আমার উপার্জিত টাকা হারাম হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিদেশে লেখা পড়া এমন কোন জরুরী কাজ নয় যে, তার জন্য সুদ দিয়ে লোন নিতে হবে। এটা সম্পূর্ণ হারাম। সুতরাং মিথ্যার আশ্রয় নিয়ে, সুদের সাথে জড়িতে হয়ে বিদেশে যাওয়া জায়েজ হবে না।