আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4086

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 এপ্রিল 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি কুরআন বুঝতে চাই সরাসরি। আমি কুরআন নিয়ে গবেষণা করতে চাই। মোহাম্মদ সা. বা তার সাহাবীগণ তাদের আমলে যেভাবে কুরআন বুঝতেন আমি সেভাবে কুরআন বুঝতে চাই। আমি কিভবে শুরু করব বুঝতে পারছিনা। কি বই পড়ব, কি ব্যাকরন পড়ব ইত্যাদি। আর একটা বড় সমস্যা কিভাবে যের, যবর, পেশ ছাড়া শব্দার্থ উচ্চারন করব বা মুখস্ত করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন বুঝতে হলে প্রথমে আপনাকে আরবী ভাষা শিখতে হবে। আর নিজে নিজে কোন ভাষা শেখা সম্ভব নয়। ভালো আরবী জানে এমন কোন ব্যক্তি থেকে আরবী ভাষা শিখুন, তাহলে যের যবর ছাড়াই আরবী পড়তে ও বুঝতে পারবেন।