আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4084

হালাল হারাম

প্রকাশকাল: 5 এপ্রিল 2017

প্রশ্ন

Assalamu alaikum
আমি একজন প্রকৌশল বিদ্যার ছাত্র। আমাদেরকে যে বইগুলো পড়ানো হয় ত সবই অনেক দামী। এগুলো কেনার সামর্থ আমাদের বেশিরভাগেরই নেই। আমরা নেট থেকে পিডিএফ নামিয়ে বা দোকান থেকে আসল বইয়ের ফটোকপি কম টাকায় কিনে পড়ি। আমাদের পড়াশোনা কি তাহলে হারাম হবে? বা আমরা এ পড়াশোনার দ্বারা কোনো চাকুরী করলে তা কি হারাম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পড়াশোন বা চাকুরী হারাম হবে না। তবে বিন অনুমতিতে বই ফটোকপি করা অন্যায়। পিডিএফ যদি ঐ বইয়ের কর্তৃপক্ষ নেটে দিয়ে থাকে তাহলে সেটা নামিয়ে দেখতে অসুবিধা নেই।