Assalamu alaikum
আমি একজন প্রকৌশল বিদ্যার ছাত্র। আমাদেরকে যে বইগুলো পড়ানো হয় ত সবই অনেক দামী। এগুলো কেনার সামর্থ আমাদের বেশিরভাগেরই নেই। আমরা নেট থেকে পিডিএফ নামিয়ে বা দোকান থেকে আসল বইয়ের ফটোকপি কম টাকায় কিনে পড়ি। আমাদের পড়াশোনা কি তাহলে হারাম হবে? বা আমরা এ পড়াশোনার দ্বারা কোনো চাকুরী করলে তা কি হারাম হবে?