আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4071

হালাল হারাম

প্রকাশকাল: 23 মার্চ 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, কেউ যদি চাকরির পরিক্ষায় টিকেছে,কিন্তু viva pass করে চাকরি sure করার জন্য কেউ টাকা দিয়ে থাকে, এক কথায় ঘুষ। তবে কি তার income হালাল হবে নাকি হারাম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যোগ্যতা থাকলে ইনকাম হালাল হবে। তবে ঘুষ দেয়ার কোন বৈধতা নেই।