আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 407

বিবিধ

প্রকাশকাল: 12 মার্চ 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সম্মানিত স্যার, আপনার মঙ্গল কামনা করি সব সময়। আল্লাহ আপনার দ্বিনের সহীহ প্রচারকে কবুল করুক। আমিন। আমার প্রশ্ন, কোনো ইমামের পেছনে নামাজ পড়া যাবেনা তার মধ্যে কি কি ত্রুটি থাকলে এবং এরকম ত্রুটি কারো মধ্যে পাওয়া গেলে তার পেছনে নামাজ পড়ে তারপর আলাদা ভাবে নিজে নিজে নামাজ আদায় করা দরকার আছে কিনা? এবং মুফতি জসিমউদ্দিন রাহমানি সম্পর্কে আপনার মন্তব্য কি? ইমেইলে জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। কোন ইমামের মধ্যে সুস্পষ্ট এবং দ¦্যর্থহীন কুফর-শিরক পাওয়া গেলে তার পিছনে নামায আদায় করা যাবে ন। এর বাইরে ইমাম পাপী হলেও তার পিছনে নামায পড়তে হবে। আরেকটি বিষয় হলো ইমাম যদি সালাতে এভাবে কুরআন পড়ে যে, কুরআনের অর্থ পরিবর্তন হয় না তাহলে পূনরায় নামায পুনরায় পড়ার দরকার নেই। তবে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে পূনরায় সালাত আদায় করতে হবে। আরো জানতে আমাদের দেয়া ৯০ নম্বর প্রশ্নের উত্তর দেখুন।