আসসালামু আলাইকুম, সম্মানিত স্যার, আপনার মঙ্গল কামনা করি সব সময়। আল্লাহ আপনার দ্বিনের সহীহ প্রচারকে কবুল করুক। আমিন। আমার প্রশ্ন, কোনো ইমামের পেছনে নামাজ পড়া যাবেনা তার মধ্যে কি কি ত্রুটি থাকলে এবং এরকম ত্রুটি কারো মধ্যে পাওয়া গেলে তার পেছনে নামাজ পড়ে তারপর আলাদা ভাবে নিজে নিজে নামাজ আদায় করা দরকার আছে কিনা? এবং মুফতি জসিমউদ্দিন রাহমানি সম্পর্কে আপনার মন্তব্য কি? ইমেইলে জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।