আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4068

যাকাত

প্রকাশকাল: 20 মার্চ 2017

প্রশ্ন

একজন ব্যক্তির কাছে ১০ লক্ষ টাকা আছে তার টাকা ব্যাংকে থাকার কারণে যাকাত দিতে হবে। আরেকজন ব্যক্তির কাছেও ১০ লক্ষ টাকা আছে কিন্তু সে সেই টাকা দিয়ে জমি কিনে ফেলেছে তাহলে কি তাকে যাকাত দিতে হবে না?
(উল্লেখ্য দুই জন ই একইভাবে ১০ লক্ষ টাকা ইনকাম করেছিল)

উত্তর

যার ব্যাংকে টাকা আছে সে যাকাত দিবে। আর য জমি কিনেছে তাকে যাকাত দিতে হবে না। টাকা-পয়সার যাকাত দিতে হয়, জমিজাতির যাকাত দিতে হয় না।