আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4062

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 মার্চ 2017

প্রশ্ন

শায়েখ,আসসালামু আলাইকুম, আমি বিভিন্ন আলেমগণের বিভিন্ন বক্তব্য হতে বিভ্রান্ত অবস্থায় ছিলাম। অবশেষে ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (র:), শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ মুজাফফর বিন মহসিন ইত্যাদি কে সঠিক আকিদার মনে হয়েছে বিধায় তাদের কথার অনুসরণ করে পবিত্র কুরআনুল কারিম ও হাদিস জানতে চেষ্টা করি। এতে আমি অনেক কিছু জেনেছি। রসুলের সঠিক সুন্নাত জেনেছি। তাই আরো জানার জন্য কিছু বিনীত আরজি রাখছি। আমার জানার বিষয় হলো:
১. ফরজ নামাজ কাযা হলে উক্ত কাযা ফরজ নামাজ ঘরে একা পড়ার সময় একামত দিতে হবে কি না বা জোরে শব্দ করে পড়তে হবে কি না
২.দাড়ি সাইজ করার বিধান আছে কি?
৩. আসসুন্নাহ ট্রাস্ট্রে বই সমূহ কিভাবে সুন্নাহ ট্রাস্ট হতে অনলাইনে পেতে পারি

উত্তর

জামাতে নামাযের সময় একামত দেয়া সুন্নাত এবং আস্তের জায়গায় আস্তে আর জোরের জায়গাতে জোরে পড়া আবশ্যক। একাকীর নামায আদায় করার ক্ষেত্রে কোনটিই জরুরী নয়, তবে একামত দিলে এবং জোরে পড়লেও সমস্যা নেই। ২। দাঁড়ি অন্তত একমুষ্টি রাখা ওয়াজিব। বিস্তারিত জানতে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি, এর লেখা পোশাক পর্দা ও দেহসজ্জা বইটি পড়ুন। ৩। বই পেতে ফোন করুন 01715400640