আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4057

সালাত

প্রকাশকাল: 9 মার্চ 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু …আমার একটা প্রশ্ন হচ্ছে, যখন সালাত আদায় করার আগে যে নিয়াত করব যেটা কি মনের মধ্যে সংকল্প করতে হবে নাকি? না মুখ দিয়ে আস্তে আস্তে বলতে উচ্চরন করে বলতে হবে,। যেমন আমি যদি ফজরের দুই রাখাত সুন্নত নামাজ আদায় করি তাহলে কি এই নিয়ত করতে হবে। নাওয়াই তুয়্যান, উছাল্লিয়া লিল্লাহি তালা রাকাতাআই সালাতিল ফাজরে, সুন্নাতু রাসুলিল্লাহি তালা মুতাওয়াজ্জিহান, ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধুমাত্র মনের ভিতর সংকল্প করবেন।