আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4056

সালাত

প্রকাশকাল: 8 মার্চ 2017

প্রশ্ন

আমার স্ত্রী, ছেলে ও মেয়ে ফযরের এবং ঈশার নামায আদায় করতে খুব বেশি অলসতা করে । বিশেষ করে ফযরের নামায । তাদের কে নামাযের জন্য ডাকলে উঠি উঠছি কিংবা পরে পড়ব বলে আর নামায পড়ে না । আমি মসজিদে চলে যাওয়ায় তাদেরকে আর তাগাদা দিতে পারি না । এই অবস্থায় নামাযের অভ্যাস করানোর জন্য আমি যদি তাদেরকে সঙ্গে নিয়ে ঈমামতি করে কিছুদিন নামায আদায় করি । তাহলে সমস্যা হবে কি?

উত্তর

আপনি কঠিনভাবে তাদের নামাযের জন্য তাদাদা দিবেন। ছেলেকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাবেন।