আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4054

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 6 মার্চ 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। চামড়ার জুতা (shoe) অথবা কেডস পায়ে পরিহিত অবস্থায় টাকনুর উপর পর্যন্ত যদি মোজা দিয়ে ঢাকা থাকে তাহলে সেক্ষেত্রে প্যান্ট টাকনুর নিচে নামানো জায়েজ আছে কি? জাযাকাল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, প্যান্ট টাখনুর নীচে নামানো যাবে না।