আসসালামু আলাইকুম। ১) একজনের চার পাচ বিঘা জমি আছে। সে মারা গেছে। তার বউএর অবস্থা খারাপ। সে যাকাত পাবে কিনা?২)আবার একজনের ৩,৪ বিঘা জমি আছে। ছোটো চাকরি করে। তবে সংসার চলে না। তাই জমি বিক্রি করে করে সংসার চালাতে হয়৷ সে কি যাকাত আবে কিনা?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। এভবে ৩-৪-৫ বিঘা জমিওয়ালাদের যাকাত দিতে গেলে তো প্রকৃত গরবীরা বঞ্চিত হয়ে যাবে। এরা যাকাত পাওয়ার যোগ্য নয়।