আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4048

বিবিধ

প্রকাশকাল: 28 ফেব্রু. 2017

প্রশ্ন

আচ্ছালামুয়ালাইকুম… গায়রে মাহরাম থেকে কোনো হাদিয়া নেওয়া অথবা গায়রে মাহরামকে কোনো হাদিয়া দেওয়া জায়েজ আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখন এই করোনার সময় যদি আপনি গায়রে মাহরাম কোন কাউকে হাদীয়া দেন অথবা আপনি যদি গরীব হন তাহলে গায়রে মাহরাম যে কারো থেকে হাদীয়া নিতে পারেন, এভাবে হাদীয়া দেয়া বা নেয়া অপরাধ নয়। কিন্তু বাজে উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরণের হাদীয়া দেওয়া বা নেওয়া না জায়েজ।