আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4041

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, পরীক্ষায় নকল করে পাশাপাশি নিজের যোগ্যতায় পাস করে সেই সার্টিফিকেট দিয়ে চাকরি করলে চাকরি এবং চাকরির টাকা বৈধ হবে কি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নকল করে নিজের যোগ্যতায় পাশ করা এটা কিভাবে হয়? যোগ্যতা থাকলে আবার নকল করবে কেন? নকল করে পাশ করা মানে সে অযোগ্য। আর এই সার্টিফিকেট দিয়ে চাকুরী করা মানে অযোগ্য কোন ব্যক্তি নিয়োগ পাওয়া। আর অযোগ্য মানুষ নিয়োগ পাওয়ার অর্থ হলো কাজ যথাযথ করতে না পারা। এমন লোকের জন্য বেতন নেওয়া বৈধ হতে পারে না।