আসসালামু আলাইকুম । আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শাহারিয়া চৌধুরী । আমার যাকাত বিষয়ে একটি প্রশ্ন ছিলো। প্রশ্ন টা হলো,আমরা নিউ ইয়র্কে একটি বাড়ি কিনেছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে,যার মর্টগেজ আমরা প্রতি মাসে নিয়ম মতো দিয়ে থাকি। হিসাব মতে এই মূহুর্তে আমাদের কাছে ব্যাংকের ৩ লক্ষ ডলার পাওনা। আর আমাদের কাছে কয়েক হাজার ডলার সেভিং করা আছে,এখন আমরা যেহেতু ব্যাংকের কাছে ঋণী তাহলে আমাদের কি যাকাত দিতে হবে? এবং আমেরিকান ডলারের হিসাবে আমার কতো পার্সেন্ট করে যাকাত দিতে হবে? উত্তর দিলে খুবই উপকৃত হবো।