আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4031

হালাল হারাম

প্রকাশকাল: 11 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম!
আমরা দেখতে পাই যে অনলাইনের প্রায় সকল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেয়। । আবার অপর দিকে দেখতে পাই ইউটিউব ভিত্তিক চ্যালেনের ভিডিও গুলোতেও বিজ্ঞপ্তি দেয়। যে বিজ্ঞপ্তির অধিকাংশতে নারী এবং অন্যান্য হারাম জিনিস থাকে। আবার হাল্কা মিউজিক থাকে। এখন আমরা প্রয়োজনের কারণে জ্ঞান অর্জন,খবর পড়া,গবেষণা করা,কোনকিছু সম্বন্ধে জানা ইত্যাদি উক্ত ওয়েবসাইট এবং ভিডিও গুলোতে ঢুকি। এটা কি জায়েজ হবে? এখন প্রায় সবকিছুই অনলাইন নির্ভর। আর আমি টাকা দিয়ে এমবি কিনে ঢুকছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া অন্য কোন উপায় আপাতত দেখছি না।