আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4029

যাকাত

প্রকাশকাল: 9 ফেব্রু. 2017

প্রশ্ন

আমার কাছে স্বর্ণ আছে সাড়ে সাত ভরির কম, এইজন্য এটার যাকাত দিতে হবে না, কিন্তু রূপার ত দাম কম,এখন আমার কাছে যেই পরিমাণ স্বর্ণ আছে সাড়ে বায়ান্ন তোলা রুপার দাম হিসাব করে যদি যে পরিমাণ টাকা হয় স্বর্ণগুলো ওই পরিমাণ টাকার হয়ে থাকে তাহলে কি ওগুলো যাকাত দিতে হবে?

উত্তর

শুধু স্বর্ণ থাকলে রুপার দাম হিসাব করে যাকাত দিতে হবে না। তবে যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে রুপার দাম হিসাব করে যাকাত দিবেন। প্রয়োজনে 01762629405