আমার কাছে স্বর্ণ আছে সাড়ে সাত ভরির কম, এইজন্য এটার যাকাত দিতে হবে না, কিন্তু রূপার ত দাম কম,এখন আমার কাছে যেই পরিমাণ স্বর্ণ আছে সাড়ে বায়ান্ন তোলা রুপার দাম হিসাব করে যদি যে পরিমাণ টাকা হয় স্বর্ণগুলো ওই পরিমাণ টাকার হয়ে থাকে তাহলে কি ওগুলো যাকাত দিতে হবে?