আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4018

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 জানু. 2017

প্রশ্ন

প্রশ্ন টি হলোঃ
বাংলাদেশে প্রায় সব আন-অফিশিয়াল মোবাইলই টেক্স ফাকি দিয়ে আনা হয়। কারণ বাংলাদেশে মোবাইল এর উপর ট্যাক্স ৫৭% যা মাত্রাতিরিক্ত বেশি। আর ইউজড ফোন আনা নিষেধ। কিন্তু তারা চায়না থেকে আসা যাত্রির হাতে হাতে ফোন গুলো দেশে আনায়,কেউ কেউ কিছু টেক্স দেয় কিন্তু বেশিরভাগ ই দেয় না সেই ফোন গুলোর,এবং তারপর সেগুলো রিসিভ করে বিক্রি করে। আমি কি জেনে শুনে যারা এভাবে টেক্স ফাকি দিয়ে এনে তাদের দোকানে বিক্রি করে আমি কি সেই টেক্স ফাকি দেওয়া দোকান বা ব্যাক্তি থেকে এই আন-অফিশিয়াল ও ইউজড ফোন গুলো কিনে বিক্রি করতে পারব?
আর সেই ব্যবসা কি হালাল হবে?

উত্তর

না করাই ভালো। কারণ এতে খারাপ কাজে সহযোগিতা করা হয়। তবে সরাসরি যেহেতু আপনি জড়িত নন তাই সরাসরি হারাম বলা উচিৎ হবে না।