কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক যদিও দেশের সুদী অর্থনীতির নেতৃত্ব দিয়ে থাকে, এর অধিকাংশ বিভাগের (প্রায় ৭৫%) কার্যক্রমের সঙ্গে সরাসরি সুদের কোন সম্পর্ক নেই অর্থাৎ সুদ গ্রহণ, প্রদান, সুদের হিসাব-নিকাশকরণ, লেখা, সাক্ষী হওয়া ইত্যাদি ব্যতিরেকেই এখানে পুরো ক্যারিয়ার চাকুরি করা সম্ভব। এমতাবস্থায়, উক্ত প্রতিষ্ঠানে সুদের সাথে সরাসরি সম্পর্কহীন বিভাগে কাজ করা শরীয়াহ্-সম্মত হবে কি? বিশেষ করে এমন কারো জন্য যার চাকুরিতে প্রবেশের বয়স-সীমা (সরকার নির্ধারিত) শেষ হয়েছে।