আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3979

যাকাত

প্রকাশকাল: 21 ডিসে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমার এক আত্মীয়র একটা টিন সেট ঘর আছে । কিন্তু এই করোনার সংকটে ভাড়াটিয়াদের পক্ষে ভাড়ার টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কি ভাড়ার টাকা যাকাতের টাকা হিসাবে কেটে দেওয়া যাবে?

উত্তর

ভাড়াটিয়ারা যদি যাকাত গ্রহণের হকদার হয় তাহলে সমস্যা নেই। আগে নিশ্চিত হতে হবে তারা মূলত যাকাত প্রাপ্য কি না।