আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3976

নামায

প্রকাশকাল: 18 ডিসে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মুহতারাম,
০১) কাবলাল জুম্মার পর যে আযান হয় তার সাথে সাথে উত্তর দেয়া ও তার পরে আযানের দুআ পড়া কী সুন্নাহসম্মত? যদি সুন্নাহসম্মত হয়, তবে কী কাবকাল জুম্নার পরপরই খুতবা শুরু না করে মুস্ললদের আযানের দুআ পড়ার জন্য সময় দেয়া সুন্নাহসম্মত?
০২) জুম্মার দিন মল খুতবার আগে বাংলা খুতবা চলাকালীন অবস্থায় কোন মুসল্লি মসজিদে উপস্থিত হলে তার জন্য, তাহিয়াতুল মসজিদ পড়া কী সুন্নাহসম্মত?
আসসালামু আলাইকুম।

উত্তর

রাসূলুল্লাহ সা. এর সময় শুধু একবার আযান দেওয়া হতো, তারপরই মূল খুতবা শুরু হয়ে যেত। উসমান রা. এর সময় মানুষ বেশী হয়ে যাওয়ায় তিনি ২টি আজানের প্রচলন করেন। তখন দ্বিতীয় আজানের পর খুতবা শুরু হতো। উভয় আযানের পর দুআ পড়া সুন্নাহসম্মত। কবলাল জুমুআর পর খুতবা শুর হয় না, আযান হয়,তারপর খুতবা হয়। আযানের পর তো একটু সময় দেয়া হয় বলেই জানি। ২। বাংলা খুতবা চলাকালীন তাহিয়্যাতুল মসজিদ পড়া সুন্নাহসম্মত। কারণ এটা মূল খুতবা নয়।