আসসালামু আলাইকুম, মুহতারাম,
০১) কাবলাল জুম্মার পর যে আযান হয় তার সাথে সাথে উত্তর দেয়া ও তার পরে আযানের দুআ পড়া কী সুন্নাহসম্মত? যদি সুন্নাহসম্মত হয়, তবে কী কাবকাল জুম্নার পরপরই খুতবা শুরু না করে মুস্ললদের আযানের দুআ পড়ার জন্য সময় দেয়া সুন্নাহসম্মত?
০২) জুম্মার দিন মল খুতবার আগে বাংলা খুতবা চলাকালীন অবস্থায় কোন মুসল্লি মসজিদে উপস্থিত হলে তার জন্য, তাহিয়াতুল মসজিদ পড়া কী সুন্নাহসম্মত?
আসসালামু আলাইকুম।