আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3971

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 ডিসে. 2016

প্রশ্ন

ওয়ারিশ সম্পত্তি বন্টন সংক্রান্ত:
আলহামদুলিল্লাহ। আমরা চার ভাই দুই বোন। শরীয় মোতাবেক বাবার রেখে যাওয়া (ঊনি শরীয়ত মোতাবেক কোন অচিয়ত করেন নাই) নিম্নোক্ত সম্পত্তি বন্টন করুন:
গ্রামের মূল বসতবাড়ি, (যেখানে চার যুগ আমরা এখন ভাইবোন কেউই থাকি না)। ক) মোট বসতভিটার জমির পরিমাণ-২০ শতক। খ) বসতবাড়ির ভিতরের পুকুর- ১০ শতক। গ) বসতবাড়ি সংলগ্ন জমির পরিমাণ-৩০ শতক। গ) মাঠে ফসলি জমির পরিমাণ ৭২ শতক। ঘ) এজমালি পুকুরের অংশ ২০ শতক। উল্লিখিত সম্পত্তির বন্টন নামা করার জন্য অনুরোধ করছি। *** ক) ও খ) বসতবাড়ির উপর শরীয়ত মোতাবেক বোনেরা কোন অংশ পাবে কিনা?
আল্লাহ্ সুবহানাহু তায়ালার হুকুম অনুযায়ী সমাধান দেওয়ার জন্য অনুরোধ করছি। যাজাকাল্লাহু খাইরান।

উত্তর

আমি আপনাকে মূলনীতি বলে দিচ্ছি। এরপর আপনারা সমন্বয় করে নিবেন। যেহেতু সকল জায়গার মূল্য এক নয়। সেই কারণে সকল সম্পত্তিতে সকলে শরীক। মোট ৫ ভাগ করে ভাইয়েরা ১ ভাগ করে নিবে আরে বোনোর একভাগের অর্ধেক করে নিবে। এভাবে সকল সম্পত্তির মূল্য ভাগ করে আলাদা হিসাব করে আপনারা মূল্য হিসাবে এককেকটি জায়গা নিবেন। প্রয়োজনে ফোন করবেন 01762629405 এশার পর যে কোন দিন।