আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3969

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 11 ডিসে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমার একটা বাচ্চা আছে ৪ মাসের। সে দুধ ছাড়া অন্যকিছু খায়না। সে কোলে থাকার সময় মাঝে মাঝে পেশাব করে। তখন পেশাবের কিছু অংশ যদি কোথাও লাগে, তাহলে ঐ অংশটুকু যদি ভেজা কাপড় দিয়ে ভাল করে ৩ বার মুছে নেই তাতে কি নামাজ হবে? নাকি গোসল বা অন্য কোন নিয়ম আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শরীরে কোথাও ঐ বাচ্চার পেশাব লাগলে ভেজা কাপড় দিয়ে মুছার পর যদি আপনি নিশ্চিত হনে যে, পেশাবের কোন অংশ নেই, তাহলে নামায হবে। তবে ধুয়ে নিলে ভালো হয়। আর যদি কাপড়ে লাগে তাহলে অবশ্যই ধুতে হবে।