আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3957

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 29 নভে. 2016

প্রশ্ন

আসলামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হযরত আপনার প্রশ্নউত্তর গুলো পড়ে খুব উপকৃত হচ্ছি। হযরত আমি ঝিনাইদাহ থেকে বলছি
১) হযরত দয় করে সপ্নদোষ হলে কি
কি করতে হয় এই সম্পকর্কে মাসালা দিলে ভালো হয়। আমি জানি না এই বিষয়ে ভালো। ১)কি ভাবে ফরয গোসল করবো?
২) কিভাবে কাপড় পরিষ্কার করতে হয়। ৩) যদি নাপাকি বিছানায় লাগে তাহলে কিভাবে বিছানা ও চাদর পরিষ্কার করবো। ৪ ) হযরত আমার অতিরিক্ত স্বপ্নদোষ হয়। সপ্তাহে ৩ – ৪ বার। আমি এর থেকে কিভাবে মুক্তি পেতে পারি। সুন্নাহ মোতাবেক কি কোন চিকিৎসা আছে দয়া করে বলবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সাালাম। প্রথমে শরীরের নাপাক লাগার স্থানগুলো ধুয়ে তারপর ওযু করবেন। তারপর পুরো শরীরে পানি ঢালবেন। কোন জায়গা যেন শুকনা না থাকে। ২-৩। নাপাক যদি কাপড়ে বা বিছানায় লাগে তাহলে খুব ভাল করে ধৌত করতে হবে যেন, আপনি নিশ্চিত হন যে, সেখানে আর নাপাকি নেই। ৩বার ভালে করে ধুলে সাধারণত নাপাকী আর থাকে না। ৪। এটা কোন রোগ নয়। একটা বয়সে মানুষের এমন হয়, কারো বেশী হয় কারো কম হয়। চিন্তার কোন কারণ নেই।