আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,
২০১৫ সালে আমি রাজশাহী থেকে মহাখালী পর্যন্ত আসালাম,তারপর আমার টাকা পুড়িয়ে যায়,বাসায় যাওয়ার মতো টাকা ছিলনা আমার কাছে…। তখন আমি যে গাড়িতে আসলাম ঐ গাড়ির ড্রাইভার থেকে ২০ টাকা আমি চেয়ে নেই এবং তার ফোন নাম্বার টা আমার ফোনে তুলে নেই ফ্ল্যাক্সি করে দিবো বলে, কিন্তু বাসায় এসে দেখি অনেক গুলো নাম্বারে কল করাতে ড্রাইভারের নাম্বারটা হারিয়ে গেলো আর পাইলাম না। আর টাকে খুজে পাওয়াও সম্ভব ছিলনা যদিও খুজিও নাই……। এখন আমার প্রশ্ন হল আমি যেহেতু ব্যাক্তির কাছে ঋণী, তাহলে আমি কিভাবে এই ঋণ থেকে মুক্তি পাবো…একটু বিস্তারিত জানাবেন প্লিজ।