আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3952

যাকাত

প্রকাশকাল: 24 নভে. 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ। ২২ ক্যারেটের ১০ বরি স্বর্নের যাকাতের হিসেব কি ভাবে হবে এবং সে হিসেবে আমাকে মোট কতো টাকা যাকাত দিতে হবে? জানালে আমার যাকাত পরিপূর্ণ ভাবে পালন করা আমার জন্য সহজ হতো। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বর্ণের মোট বাজার মূল্য যা হবে তার ৪০ ভাগের এক ভাগ টাকা যাকাত দিতে হবে।