কোন ব্যক্তি যদি একজন ব্যবসায়ী লোকের নিকট কিছু টাকা জমা রাখে কোন চুক্তিপত্র বা কোন সময় সীমা নির্ধারণ ছাড়াই । টাকা দিয়ে লোকটি ব্যবসা করে সে যদি টাকার মালিককে কিছু কিছু টাকা দেয় তাহলে কি তা সুদ হবে? এমনকি টাকার মালিক কখনো তার নিকট জোর করেন নি । আর সে টাকা খাটিয়ে ভালো ইনকাম করে সেখান থেকে সামান্য একটা অংশ দেয় টাকার মালিককে।