আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3939

সালাত

প্রকাশকাল: 11 নভে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম,সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা যেনা ব্যভিচারে লিপ্ত,যদিও তারা ৫ওয়াক্ত সালাত পড়েন,যাকাত দেন,রামাদান মাসে সাওম রাখেন। প্রশ্ন হচ্ছে যেনায় লিপ্ত ব্যক্তির ইবাদত কি আল্লাহ কবুল করবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্যাভিচার নি:সন্দেহ ঈমান ধ্বংসকারী বিশাল একাটি কবীরা গুনাহ। একজন মানুষ ব্যাভিচারে লিপ্ত থাকা অবস্থায় কিছুতেই প্রকৃত মূমিন হতে পারে না। তা সত্ত্বেও তার অন্য ইবাদত কবুল হবে না, বিষয়টি এমন নয়।